কার্যক্রম:
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় ক্যাম্প-ইন-চার্জ (সিআইসি)দের মাধ্যমে নিম্নলিখিত কার্যক্রম পরিচালনা করে থাকে।
১। সংশ্লিষ্ট সেক্টরে কর্মরতদের সহযোগিতা নিয়ে অভ্যন্তরীন রাস্তা, ড্রেইন, স্বাস্থ্য কেন্দ্র, হসপিটাল, নিরাপত্তা তল্লাশী কেন্দ্র, পুলিশ/আনসারদের জন্য ব্যারাক, বিদ্যালয়/প্রশিক্ষণ কেন্দ্র, সভাকক্ষ, প্রশাসনিক ও আবাসিক কক্ষ, কবরস্থানসহ অন্যান্য সেবা প্রদান কেন্দ্র স্থাপনের জন্য ভূমি নির্বাচন ও সংরক্ষণ করা।
২। WASH কার্যক্রমের সমন্বয় করা। ক্যাম্প এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইন নির্মাণ। তারপলিন, প্লাষ্টিক সীট, তাঁবু, খাদ্য, পানীয়, ঔষধসহ অন্যান্য ত্রাণ সামগ্রী বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মধ্যে সরবরাহ করা।
৩। আর্মি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে রোহিঙ্গাসহ ক্যাম্পে কর্মরত সকল কর্মীর নিরাপত্তার ব্যবস্থা করা।
৪। ক্যাম্পে অবস্থানরতদের জন্ম, মৃত্যু, বিয়ে তালাক ইত্যাদি নথিভূক্তকরণ।
৫। ক্যাম্প এলাকায় কর্মরত সকল সরকারী সংস্থা ও এনজিওসহ অন্যান্য সকল সংস্থার কর্মীদের তথ্য, যোগাযোগের জন্য ফোন নাম্বার, ফোকাল পয়েন্টদের তথ্য সংরক্ষণ করা এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করা যেন একই কাজে একাধিক সংস্থা নিয়োজিত না হয়।
৬। বন্যা ও ভূমিধ্বস এর ঝুঁকিতে থাকা রোহিঙ্গাদের যথাসময়ে স্থানান্তর (Relocation) করা।
৭। ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের পরিবার অনুযায়ী তালিকা প্রস্তুত করা।
৮। সংশ্লিষ্ট সংস্থাসমূহের সহায়তায় ক্যাম্পের সকল সেবাদানকারী স্থাপনা যেমন- নলকূপ, পায়খানা ইত্যাদির তালিকা সংরক্ষণ করা।
৯। ক্যাম্পে কর্মরত বিভিন্ন সংস্থার সাথে সাপ্তাহিক সমন্বয় সভা আয়োজন করা।
১০। অনুমতি ছাড়া কোন সংস্থা যেন ক্যাম্পে কাজ করতে না পারে তা নিশ্চিত করা।
১১। আরআরআরসি অফিসে অনুষ্ঠিত সিআইসিদের সমন্বয় সভায় নিয়মিত অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা।