আমি একজন আন্তর্জাতিক সহায়তা কর্মী কিন্তু আমি ট্যুরিস্ট ভিসায় এসেছি । আমি কি ক্যাম্পে যেতে পারবো ?
না । আপনি শুধুমাত্র ক্যাম্পে যেতে পারবেন যদি আপনি কোন নিবন্ধিত মানবিক সহায়তা প্রতিষ্ঠানে কাজ করেন, এ সংক্রান্ত কাগজপত্র থাকে এবং আপনি সঠিক ধরনের ভিসায় এসে থাকেন । যদি আপনার ট্যুরিস্ট ভিসা সাময়িক হয় এবং আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে A২ বা N ভিসার প্রক্রিয়া চলমান থাকে তাহলে আপনি কাম্পে ঢোকার পাস এর জন্য আবেদন করতে পারেন । ক্যাম্পে প্রবেশের পাস এর জন্য আবেদনের পদ্ধতির জন্য এই লিঙ্ক এ যান এখানে
বাংলাদেশে মানবিক সহায়তা কর্মী হিসাবে কাজ করার জন্য আমার কী ধরনের ভিসা প্রয়োজন ?
এভাবে কাজ করার জন্য আপনাকে বাংলাদেশে নিবন্ধিত কোন এনজিওর অথবা জাতিসংঘের কোন সংস্থার কর্মী হতে হবে । আর ও তথ্যের জন্য দেখুন এখানে
আমার ক্যাম্পে প্রবেশের পাস এর মেয়াদ কত দিন থাকবে ?
এটা নির্ভর করবে আপনার ভিসার ধরন এবং আপনি কতদিন কাজ করতে চান তার উপর । সরাসরি আরআরআরসি অফিস এ এসে আবেদন করার পর পাস এর মেয়াদ নির্ধারিত হবে ।
রোহিঙ্গা সমস্যা এবং সার্বিক কর্মকাণ্ডের বিষয়ে আমি কোথায় জানতে পারব ?
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এর জন্য যান এই লিঙ্কে
আরআরআরসি অফিস থেকে ক্যাম্প গুলো কতদূরে অবস্থিত ?
ক্যাম্প গুলো কক্স বাজার শহর থেকে গাড়িতে ১-২ ঘণ্টার দূরত্ব এ অবস্থিত ।